মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনীর উদ্যোগে সাবান বিতরণ করা হয়েছে । শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজার এলাকায় সাবান করা হয়।
এ সময় সেনাবাহিনীর একটি গাড়িতে করে স্প্রে করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, বগুড়ার ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফখরুদ্দীনের, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন সহ সেনাবাহিনী,পুলিশ ও ডিবির সদস্যরা প্রচারণার কাজে অংশগ্রহণ করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে সকলকে ও বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়।