এসআই বাবু, বারাদীঃ
মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বারাদি ইউনিয়নের হাসানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং ওয়ার্ড ( হাসনাবাদ, বর্শীবাড়িয়া ) বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সদস্য এম এ কে খায়রুল বাশারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও মুজিবনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদস্য ওমর ফারুক লিটন।
ওয়ার্ড সম্মেলনে মোহাম্মদ সেন্টু মীরকে সভাপতি ও শফি মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচন করা।পরে নবনির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।