বারাদী প্রতিনিধি, রাকিব:
মেহেরপুর সদর উপজেলার বারাদী এলাকায় করোনাভাইরাসের বিস্তার রোধ ও চলমান লক ডাউন পরিস্থিতি মোকাবিলায় অসহায়, দরিদ্র দিনমজুর মানুষদের মধ্য জনপ্রশাসন মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের নিজস্ব তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকের মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও বারাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন এবং মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার নাসরিন পারভীন উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন জনান, জনপ্রশাসন মন্ত্রালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নিজস্ব তহবিল থেকে বারাদী এলাকা ১৫৬ টি দারিদ্র , অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রান সহায়তা দেওয়া হয়।