মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের শেখপাড়া ভোরের ছোঁয়া স্মৃতি সংঘের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে ভোরের ছোঁয়া স্মৃতি সংঘ ক্লাব প্রাঙ্গণে ৩০ জন অসহায় দরিদ্রর মাঝে চাল, ডাল, ডিম সাবান সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
ভোরের স্মৃতি সংঘের সভাপতি মলিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, ভোরের স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক ফরহাদ খান সহ ভোরের ছোঁয়া স্মৃতি সংঘের অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।