মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ নভেম্বর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামে অভিযান চালিয়ে কলা বোঝাই ট্রাকে করে পাচার করার সময় ১৯ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো ফরিদপুরের নগরকান্দা থানার শংকরপাশা গ্রামের শাবু মতব্বরের ছেলে মামুন এবং একই গ্রামের মিলন আলীর ছেলে আব্দুর রহিম।
আজ শনিবার রাত ১০ টার দিকে মুজিবনগর থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রতনপুরে একটি কলা বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ প্যাকেট গাজা সহ রহিম ও মিলনকে আটক করা হয়। উদ্ধার কৃত গাঁজার দাম আনুমানিক ১লাখ ৯০ হাজার টাকা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।