মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত ফাঁড়ির বিজিপি সদস্যরা ভারতীয় মদ উদ্ধার করেছে। মঙ্গলবার ভোরের দিকে এ সকল মদ উদ্ধার করা হয়।
জানা গেছে সহড়াতলা বিওপির সদস্যরা রাতে টহল শেষে ফেরার পথে সহড়াতলার মাঠ পাড়ার মাঠে পড়ে থাকা ৬৮ বোতল মদ উদ্ধার করে। বিওপির সুবেদার আব্দুল কুদ্দুস জানান টহল দলের আগমনী টের পেয়ে চোরাকারবারীরা মদ গুলো ফেলে রেখে পালিয়ে যায়।