মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগ সদর উপজেলার সুবিদপুর খাঁ পাড়ায় পথসভা ও গনসংযোগ । মঙ্গলবার দুপুরের দিকে সুবিদপুর খাঁপাড়ায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব জালাল উদ্দিন খানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইসলাম ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিয়াজান আলি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ, মনশাদ আলী, মিজানুর রহমান, আমিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা শোভন সরকার প্রমূখ। পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ সুবিদপুর খাঁপাড়ায় গণসংযোগ করেন। গণসংযোগকালে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন।