মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা হরিরামপুর বিলপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে।
সমিতির নির্বাচন উপলক্ষে দুটি প্যানেলের ২৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করছে ১৩৭ জন ভোটার তাদের নতুন নেতা নির্বাচন করবে। নির্বাচনে দুটি প্যানেলে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে সার্থক আলী ও শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরাতুল ইসলাম, ও নজরুল ইসলাম, সহ-সভাপতি পদে আব্দুল কুদ্দুস ও ইসমাইল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও নির্বাহী সদস্য পদে আব্বাস আলী, আব্দুর রহমান, শরিফ উদ্দিন, জাফর আলী, ইব্রাহিম মহালদার, নিজামুদ্দিন, রহিছ আলী, মফিজুর রহমান, সাজল ইসলাম, খোরশেদ আলম, আব্দুল করিম, রেজাউল হক, ইমাদুল, আবু সাঈদ, লিটন, হাসেম আলী, শাজাহান আলী ও মাসুদুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।