মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জানুয়ারি:
মোয়াজ্জেম হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। মোয়াজ্জেম হোসেন যাদুখালী গ্রামের চাঁদ আলীর ছেলে।
শনিবার মধ্যরাতে যাদুখালী গ্রামে হেরোইন বিক্রিকালে তাকে হাতেনাতে গ্রেফতার করেন এসআই ওলিউর রহমান।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওলিউর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। শনিবার রাতেই মোয়াজ্জেম হোসেনের নামে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়।
অপরদিকে ,গাংনী থানার গাড়াডোব গ্রামের রায়হান আলীর ছেলে আবুল কালাম (৩৫) ও একই গ্রামের দিরাজ আলীর ছেলে ইদু (৩২)। শনিবার ভোর রোতের দিকে গাংনী থানার সেকেন্ড অফিসার এস আই ফারুকুল ইসলাম, এস আই একরাম হোসেন ও আব্দুল জলিল সংগীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে আটক করেন।
গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, আটকদের বিরুদ্ধে ডাকাতি মামলায় আদালত থেকে সমন জারী রয়েছে ।