মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ আগষ্ট:
উৎসবমুখর পরিবেশে মেহেরপুরের গাংনী উপজেলার ৬ নং ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৮টা থেকে ষোলটাকা ই্ইনয়নের ১০টি কেন্দ্রের ৪৩টি বুথে এ ভোট গ্রন শুরু হয়ে বিরতীহীন ভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ইউনিয়নের ১৭ হাজার ১২৯ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন ।ভোট গ্রহন শুরু হওয়ার সাথে সাথে আওয়ামীসমর্থিক প্রার্থী আইউব আলী তার নিজ সেন্টার মিনাপাড়া সরকারী প্রাথমিকি বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। তবে ভোট শুরুর দিকে তেমন ভিড় লক্ষ্য করা না গেলেও বেলা বাড়া সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে এমন প্রত্যাশা করছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে নির্বাচনকে ঘিরে এলাকায় আইন শৃক্সখলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান রিটানিং অফিসার। রয়েছে বিজিবি টহল।
চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবদাল হোসেন কালু হৃদরোগে আক্রাš— হয়ে মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শুন্য হয়। শুন্য পদে নির্বাচনের ল¶্যে জুলাই মাসের ২৭ তারিখে তফশিল ঘোষণা করেন রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার। ১৭ টি গ্রাম নিয়ে গঠিত ষোলটাকা ইউনিয়নে ভোটার রয়েছে ১৭ হাজার ১২৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৪৪১ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৬৮৮ জন।
নির্বাচনে প্রয়াত চেয়ারম্যান সাবদাল হোসেন কালুর ছেলে ও বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি তালা প্রতীক এবং আওয়ামীলীগ প্রার্থী আইয়ুব আলী আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বদ্বীতা করছেন।