মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ট্রাফিক পুলিশের সতর্কতা অভিযান পরিচালনা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করার লক্ষ্যে সতর্কতা অভিযান পরিচালনা করা হয়েছে।
মেহেরপুর জেলা ট্রাফিক ইনস্পেক্টর ইসমাইল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন তারা। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর হোটেল বাজার নিমতলার মোড়ে এই অভিযান পরিচালিত করেন তারা।
মেহেরপুর জেলা ট্রাফিক ইনস্পেক্টর ইসমাইল হোসেন মেহেরপুর নিউজ কে জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছি, যারা অযথা রাস্তায় ঘোরাঘুরি করছে তাদের যানবাহনে মামলা দেওয়া হয়েছে এবং বেশ কিছু অবৈধ যানবাহন আটক করা হয়েছে।
তিনি আরো জানান যারা যথাযথ কাজের জন্য বাইরে এসেছে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে এবং তাদেরকে বাসায় যাওয়ার জন্য বলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর ২ মুজতবা ট্রাফিক সার্জেন্ট নাজমুল হোসেন ট্রাফিক টিএস আই মকবুল, উত্তম, ট্রাফিক এটিএসআই জাহাঙ্গীর প্রমূখ উপস্থিত ছিলেন।