মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে অসচ্ছল সাংস্কৃতিক কর্মীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অসচ্ছল সাংস্কৃতিক কর্মীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন। মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, আব্দুল কাদির মিয়া প্রমুখ। মেহেরপুরের ৯ জনকে ১৯ হাজার ২’শ টাকা করে চেক বিতরণ করা হয়।