মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)র অর্থায়নে মেহেরপুর সদর উপজেলার অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী শাহীন আকবর। পরে সেখানে অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।