মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ মে:
শনিবার বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অস্তিত্ব বিপন্ন ও জনগনকে জিম্মি করার ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদে এবং ৭ দফা দাবী বাস্তবায়নে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা সড়ক ও জনপথ মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি বজলুর রহমান।
এসময় সাধারন সম্পাদক আব্দুল গনি, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ আনিসুজ্জামান, উপজেলা কমিটির সাধারন সম্পাদক সুবল চন্দ্র মন্ডল, জাহাঙ্গির আলম, নির্বাহী সদস্য মোঃ লিয়াকত আলী সহ অন্যান্যরা সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, ৭ দফা দাবী বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচী দিয়ে দেশ অচল করে দেওয়া হবে।