মেহেরপুর নিউজ:
অন্তর্বর্তীকালীন সরকারের “নির্লিপ্ততা” এবং সারাদেশে ক্রমাবনত আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর পন্ডের ঘাট এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির বোসপাড়াসহ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের আগে পন্ডের ঘাট এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক সামিউল ইসলাম লিজন, সদস্য সচিব নওফেল আহমেদ রনি প্রমুখ।