মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জুন:
বাংলাদেশ আওয়ামীলীগের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলীর নেতৃত্বে একটি র্যালী জেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। র্যালীতে জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুলসহ আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের সহস্রাধীক নারী-পুরুষ কর্মী অংশগ্রহণ করেন।
পরে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আ্যাড. মিয়াজান আলী, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, উপজেলা সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমুখ।