মেহেরপুর নিউজ,১১ সেপ্টেম্বর:
মেহেরপুরের শহরের কাঁসারিপাড়া থেকে জামাত নেতা এনামুল হকের বাড়িতে গোপন বৈঠক চলাকালে তার স্ত্রী ও জেলা মহিলা জামায়াতের সেক্রেটারী রশিদাসহ ১২ মহিলা কর্মীকে আটক করার পর আদালতের মাধ্যমে শুক্রবার দুপুরে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে মেহেরপুর সদর থানার এএস আই উত্তম বাদি হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ (২) এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান বলি (৩) ধারায় পূথক দুটি মামলা দায়ের করেন যার মামলা নং ১২ ও ১৩।