মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ রুম্মন,জেলা নির্বাচন অফিসার ওলিউর রহমান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এ জে এম সিরাজুম মনির, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অলিউর রহমান প্রমুখ।
এদিকে এর আগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়।জেলা প্রশাসক মো শামীম হাসানের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।