মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের ওয়াপদা সড়কে ‘আল হায়াত ডায়াগনস্টিক সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, নায়েবে আমির মাওলানা মাহবুবুল আলম, সদর উপজেলা আমির সোহেল রানা, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, এবং ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. সাবি আল জুবায়ের শুভ ও জাবির আল সাবা প্রমুখ।
উদ্বোধন শেষে মঙ্গল কামনায় দোয়া করা হয়।