মেহেরপুর নিউজ:
জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউটের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ৩ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলন আয়তনে তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয় জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম,এন আই এল জির সহকারি পরিচালক আব্দুল জলিল মল্লিক সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আজিজুল ইসলাম জনগণকে সম্পৃক্ত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, ইউনিয়নের আইন শৃংখলার উন্নয়ন, নিয়মিত গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে সামাজিক সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তরিক ভূমিকা পালনের জন্য জনপ্রতিনিধিদের অনুরোধ জানান। তিনি সরকারের উন্নয়ন উদ্যোগসমূহ, ভিশন, পরিকল্পনা ও চলমান কার্যক্রম মানুষের কাছে পৌছে দেওয়ার অনুরোধ জানান। ৩ দিনের এই প্রশিক্ষণে মেহেরপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব এবং সদস্যবান অংশগ্রহণ করছে।