মেহেরপুর নিউজ:
ইজিবাইক চলাচল বন্ধ করতে এবার রাস্তায় নামলেন ইজিবাইক চালক সমিতির নেতৃবৃন্দরা। শনিবার সকালের দিকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
মেহেরপুর জেলা ইজিবাইক চালক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ পুলিশের সহযোগিতা নিয়ে মেহেরপুর শহরের কোর্ট এলাকা, হোটেল বাজার এলাকা, বাস স্ট্যান্ড এলাকা, বড়বাজার এলাকায় এবং কাথুলী সড়কসহ বিভিন্ন এলাকায় চলাচলকারী ইজিবাইক চালকদের সাবধান করে দেন এবং করোনা ভাইরাস এর ভয়াবহতার কথা তুলে ধরে তাদেরকে রাস্তায় ইজিবাইক না নামানোর জন্য আহ্বান জানানো হয়।