মেহেরপুর নিউজ:
মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আনন্দ মিছিল ও পথচারীদের মিষ্টিমুখ করিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালন করেছে মেহেরপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
দিনের শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে কলেজ মোড় এলাকায় নির্মাণাধীন শহীদ স্মৃতি বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কলেজ মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এনসিপি’র কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে পথচারীদের মিষ্টিমুখ করানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুব সমন্বয়ক আশিক রাব্বি, সদর উপজেলা প্রধান সমন্বয় হাসমত উল্লাহ, উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা সদস্য রবিন, হাসনাত, তামিম, ইমতিয়াজ এবং যুবশক্তির মুজাহিদ আহমেদ প্রমুখ।