মেহেরপুর নিউজ:
এসডিজি স্থানীয়করণে নির্ধারিত সূচক লক্ষ্যমাত্রাসমূহ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, (রাজস্ব)তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম প্রমূখ। কর্মশালায় মেহেরপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এবং অংশগ্রহণ করেন।