মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মেহেরপুরের স্বল্পসংখ্যক ভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন ও পিপি পল্লব ভট্টাচার্য শহীদ স্মৃতি বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান এবং সকাল ১০ টার দিকে জেলা বিএনপি’র উদ্যোগে মাসুদ অরুন পৃথক পৃথকভাবে পুষ্প মাল্য অর্পণ করেন। করোনা ভাইরাসের কারণে এবার অনাড়ম্বরভাবে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়।