মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার গোভীপুরে এম এম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সহীহ পদ্ধতিতে কুরআন শিক্ষা কার্যক্রমের ১০ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার রাতে গোভীপুর বড় জামে মসজিদে আয়োজিত এই সভায় অংশ নেন বর্তমান ও সাবেক কুরআন শিক্ষার্থীরা।
এম এম ফাউন্ডেশনের পরিচালক মওদুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম।
সভায় আরও বক্তব্য রাখেন গোভীপুর বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলী, সাবেক ছাত্রনেতা খালিদ মোহাম্মদ সাইফুল ইসলাম, ঝাঁঝা জামে মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম এবং সাদিকুল ইসলাম।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়।