মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থ বছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ৫ কেজি করে এমওপি সার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার সাহাদুল ইসলাম ও অতিরিক্ত কৃষি অফিসার রাজিবুল হাসান।