মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী ৪২ তম গ্রীষ্মকালীনক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়েছে।
আজ সোমবার বিকালে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল,সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক,সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান । বক্তব্য রাখেন সহকারী স্কুল পরিদর্শক হাসনাইন করিম।
