মেহেরপুর নিউজ,৩০ এপ্রিল:
মেহেরপুর ও গাংনীতে গাঁজা রাখার অপরাধে ৫ জনের ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরাহলো: সদর উপজেলার বন্দর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক এবং শহরের বোসপাড়ার জাহান আলীর ছেলে পারভেজ এবং গাংনীর পুরাতন মটমুড়া গ্রামের বরকুল মিয়ার ছেলে আজর আলী,শিমুলতলা গ্রামের হায়াত আলীর ছেলে সাদ্দাম ও কালি গাংনী গ্রামের সহির উদ্দীনের ছেলে আলমগীর হোসেন।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহরের কলেজ মোড়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীনুজ্জামান ভ্রাম্যমান আদালত বসিয়ে এ আদেশ দেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক শাহীনুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ সালের টেবিল ৭(ক) ধারায় দোষী সাবাস্থ্য হওয়ায় আব্দুর রাজ্জাক ও পারভেজকে ৬ মাস করে কারাদন্ড দেয়া হয়েছে।
এর আগে মেহেরপুর সদর থানার এ এস আই আব্দুল হক বোসপাড়ায় অভিযান চালিয়ে পারভেজকে এবং এ এস আই বাবুল বন্দর গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে গাঁজাসহ আটক করে।
অপরদিকে,গাংনীতে পুলিশের হাতে গাঁজা সহ গ্রেফতার ৩ মাদক সেবীকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত মান্নান বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে র্যাব ক্যাম্প এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এ কারাদন্ড প্রদান করেন। এর আগে বুধবার সন্ধ্যায় গাংনী থানার ওসি আকরাম হোসেন হাসপাতাল বাজার ও শিমুলতলা গ্রাম থেকে আরজ আলী কে ৩,সাদ্দাম হোসেন কে ৫ ও আলমগীর হোসেন কে ৫ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।