মেহেরপুর নিউজ:
কাম ফর হিউম্যানিটি (CFH) এর উদ্যোগে এবং মেহেরপুর জেলা পরিষদের বাস্তবায়নে “গ্রীন স্কুল, ক্লিন স্কুল” কর্মসূচির অংশ হিসেবে একটি রিসাইকেলিং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে অব্যবহারযোগ্য সামগ্রী পুনঃব্যবহার করে তৈরি করা বিভিন্ন ধরনের উপকরণ স্থান পায়। পরিবেশবান্ধব শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেই এ ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনী পরিদর্শন করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হযরত আলী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম, তানজিনা শারমিন দৃষ্টি প্রমুখ।