মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৮ ডিসেম্বর:
সড়ক দূর্ঘটনায় আহত রোগীকে চিকিৎসায় অবহেলা করার অভিযোগে মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে হামলা চালিয়ে ভাংচুর করেছে রোগীর স্বজনরা। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে মেহেরপুর মুজিবনগর সড়কে মোনাখালী নামক স্থানে মোটরসাইকেল ও পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চালক মেহেরপুর শহরের পৌর কলেজ পাড়ার মসলেম উদ্দিনের
ছেলে পাভেল এবং সদর উপজেলার মনোহরপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে মালয়েশিয়া ফেরত আলমগীর মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পাভেলকে অ্যাম্বুলেন্সযোগে এবং আলমগীরকে মাইক্রোযোগে রাজশাহীর উদ্যোশে রওয়ানা দেয়ার পরপরই রোগীর স্বজনরা তাদের চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে জরুরী বিভাগে হামলা চালায়। এতে জরুরী বিভাগের চেয়ার টেবিলসহ অন্যন্য জিনিস পত্র ভাংচুর করে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।