মেহেরপুর নিউজ,১১ মার্চ:
মেহেরপুর সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনীর ছাত্রীদের মাঝে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার রাজনগর দাখিল মাদ্রাসা মিলনায়তনে নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদের সভাপতিত্বে স্যানিটেশন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডা. সুরাইয়া সারমিন অপরজিতার নির্বাহী পরিচালক ও নারী উন্নয়ন ফোরামের সদস্য রেহেনা খাতুন, রাজনগর দাখিল মাদ্রাসার সুপার লোকমান হোসেন, সহকারী শিক্ষক রুহুল আমিন প্রমুখ। পরে ৬০ জন ছাত্রীদের মাঝে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়।
