মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে জেলা পর্যায়ে বাস্তবায়ন কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম এবং তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন, জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, ইন্সপেক্টর বজলুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহাবব-উল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমীন, জেলা বিএনপির সদস্য আনসারুল হক এবং রোমানা আহমেদ, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জামাল উদ্দীন প্রমুখ।
সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।