মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও হিসাব সহকারীদের নিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও মনিটরিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, খুলনার বিভাগের পরিচালক মোহাম্মদ হুসাইন শওকত।
আলোচনা সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলী, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিস অনিমেষ বিশ্বাস, সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহাম্মদ চুন্নু,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান৷ মোঃ শাহজামান,বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল আহমেদ, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাকলাইন, ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, বামুন্দি ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল,ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা, মুজিবনগর উপজেলার নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান এ এস এম মাহাবুবুর রহমান রবি,ইউনিয়ন পরিষদের সচিব সানোয়ার হোসেন সানু, জহিরুল ইসলাম, আজিম উদ্দিন,সহকারী হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর আসিফ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।