মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনপ অবহিত কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাসের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। মূল প্রতিপাদের উপর আলোচনা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ কামরুন্নাহার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম,ইপিআই সুপার খন্দকার আবু সামাইন প্রমূখ।
আগে ১৮ জুন মেহেরপুর সদর উপজেলার ১২১ কেন্দ্র শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ২৪২ জন কর্মী কাজ করবে। সদর উপজেলার বিভিন্ন গ্রামের ২ হাজার ৩৩৫ জন ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রং এবং ১৭ হাজার ৯৭৮ জন ১২-৫৯ মাস বয়সের শিশুকে লাল রংয়ের ভিটামিনের এ ক্যাপসুল খাওয়ানো হবে।