মেহেরপুরে জাতীয় পার্টির (এরশাদ) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল হামিদের সভাপতিত্বে সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শুনিল শুভ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, তথ্য ও গবেষনা সম্পাদক সুমন আহমেদ, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদস্য আবুল কাশেম, শাহরিয়ার জামিল। অন্যদের মধ্যে বক্তব্য দেন মসলেম আলী, মামলত হোসেন, সেলিম হোসেন প্রমুখ।
সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে জানান কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে কমিটি ঘোষনা করা হবে।
