মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দীন খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খানজাহান আলী, মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার, গাংনী পৌর আমীর আহসানুল হক, সদর উপজেলা সেক্রেটারি মো. জাব্বারুল ইসলাম, গাংনী উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম ও মেহেরপুর পৌর সেক্রেটারি আব্দুস সালামসহ নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত, আহত ও পঙ্গুদের সুস্থতা কামনা করা হয়।