মেহেরপুর নিউজ:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামাগণের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান।
আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ওবায়দুর রহমান ও হাসনাত জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ২৪ জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও তৎকালীন আলেম সমাজের সাহসী ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।