মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ ভার্চুয়ালি (জুম প্ল্যাটফর্মে) যুক্ত হয়ে শপথ পাঠ করান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক নাসিমা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি খন্দকার মুহিজ উদ্দিন,আশিক রাব্বি
স্থানীয় পর্যায়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মনসুর।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুজিবনগর সরকারি শিশু পরিবার (বালিকা)-এর ছাত্রীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির আনসারী,মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান,আইসিটি কর্মকর্তা সুব্রত কুমার প্রমুখ।