মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সিভিল সার্জন শামীম আরা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)) মোঃ ইবাদত হোসেন, জেনারেল হাসপাতাল সুপার ডা. তাহাজ্জেল হোসেন, গণ পূর্ত বিভাগের নির্বাহী পরিচালক প্রকৌশলী জাকির হোসেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক বিকাশ কুমার দত্ত প্রমুখ।
এছাড়াও একই স্থানে জেলার কর্নধার কমিটির সভা, জেলা আইসিটি কমিটির সভা, জেলা ইনোভেশন কমিটির সভা, জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
# নিজস্ব প্রতিনিধি #