মেহেরপুর নিউজ,২১ এপ্রিল:
মেহেরপুর জেলা আইনগত সহায়তা কমিটির উদ্যেগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালে জেলা জজ কোট মিলনায়তনে জেলা ও দায়রা জজ রবিউল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট গোলক চন্দ্র বিশ্বাস,লিগাল এইড কর্মকর্তা আব্দুল হামিদ, সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ, পিপি অ্যাড. পল্বভ ভট্রচার্য, জিপি অ্যাড. শাহাজান আলী, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. আসাদুল আজম খোকন প্রমুখ।