মেহেরপুর নিউজ:
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য আলমগীর খান ছাতু এবং রুমানা আহমেদ।
সমাবেশ শেষে একটি বিশাল আনন্দ মিছিল কলেজ মোড় এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলীর মোড় এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।
আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন, কাজী মিজান মেননসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।