মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান মঙ্গলবার বিকালে শহরে গণসংযোগ করেছেন। বড় বাজার এলাকা থেকে শুরু হয়ে মেহেরপুর পাবলিক লাইব্রেরি মোড় পর্যন্ত এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে তিনি পথচারী ও দোকানদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য ইলিয়াস হোসেন, আনসারুল হক, হাফিজুর রহমান হাফী, বিএনপি নেতা কাজী মিজান মেনন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগ চলাকালে দলীয় নেতারা বলেন, দেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপি সর্বদা জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।