মেহেরপুর নিউজ:
বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
গণসংযোগটি মেহেরপুর শহরের বড়বাজার এলাকা থেকে শুরু হয়ে ওয়াপদার মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। এ সময় পথচারী ও সাধারণ জনগণের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ শেষে ওয়াপদা মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান এবং যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ। তারা বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরে জনগণের সমর্থন কামনা করেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান হাফি, রোমানা আহমেদ, আব্দুল লতীফ, ওমর ফারুক লিটন, হাসিবুর রহমান স্বপন, আবু ইউসুফ মিরন, আব্দুস সামাদ প্রমুখ।