মেহেরপুর নিউজ:
মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর উদ্যোগে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সুপার সিক্স এ মেহেরপুর-৭ নং ওয়ার্ড জয়লাভ করেছে ।
বুধবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় ৭ নম্বর ওয়ার্ড ৫১ রানের বড় ব্যবধানে গেভীপুর ভৈরব ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর ৭ নম্বর ওয়ার্ড ১৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করে। দলের পক্ষে ওমর ৪৩ রান করেন। গোভীপুরের পক্ষে শোয়েব ৪ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে গোভীপুর ভৈরব ক্লাব ১৬.৪ ওভারে ৭৬ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে দিপু ৩০ রান করেন। ৭ নম্বর ওয়ার্ডের আলামিন দুটি উইকেট লাভ করেন।
বিজয়ী দলের হাসিবুল ১৮ রান এবং দুটি উইকেট লাভ করাই ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। ক্রিকেটার রাসেল উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।