মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ নভেম্বর:
অস্ট্রেলিয়া-বাংলাদেশের একটি প্লাস্টিক সার্জারিদল মেহেরপুর ইম্প্যাক্ট জীবন মেলা সেন্টারের সহযোগিতায় মেহেরপুর ইম্প্যাক্ট হাসপাতালে বিনামূল্যে একশ’ জন ঠোঁটকাটা, তালুকাটা রোগির প্লাস্টিক সার্জারি করার উদ্বোধন করা হয়েছে।
আগামী ১৭ নভেম্বর প্লাস্টিক সার্জারি করার কাজ শেষ হবে। ডা. হাসান সরোয়ারের নেতৃত্বে ১৫ সদস্যের অস্ট্রেলিয়ার একদল ডাক্তার ওই প্লাস্টিক সার্জারি কাজ করছেন। গত ২ দিনে জেলার বিভিন্ন গ্রামের বিভিন্ন বয়সের ৮৫ জন ঠোঁটকাটা রোগিকে প্লাস্টিক সার্জারির মাধ্যমে সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। অস্ট্রেলিয়ার ওই প্রতিনিধিদলকে সহযোগিতা করছেন ইস্প্যাক্টের সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ডা. প্রদীপ সেনগুপ্ত ও ডা. সফিউল কবির।