মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মেহেরপুর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি গোলাম মোস্তফা।
সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সভাপতি সানোয়ার হোসেন, ঢাকা জেলার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আরিফ হোসেন, জুবায়ের আলী, আমিনুল ইসলাম, সাতক্ষীরা জেলা সভাপতি রবিউল ইসলাম, নড়াইল জেলা সভাপতি শাফায়েত হোসেন, যশোর জেলা সভাপতি গোলক দত্ত, আব্দুল জব্বার, মির্জা শরিফুল ইসলাম, গাজীপুর জেলা সভাপতি মাসুদ রানা, নাজমুল আলম, চট্টগ্রাম জেলা সভাপতি আজিজ, জানে আলম, কুষ্টিয়া জেলা সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক সাজেদুল আলম মিল্টন, ঝিনাইদহ জেলা সভাপতি হারুনুর রশিদ, মাগুরা জেলা সভাপতি সৌরভ রানা, সিলেট জেলার সাধারণ সম্পাদক আতাউর রহমান, চুয়াডাঙ্গা জেলা সভাপতি খায়রুল আলম এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
সাধারণ সভায় ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ খুলনা বিভাগের ১১টি জেলার ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।