মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসান প্রমূখ।
সভায় ডেঙ্গু প্রতিরোধে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিস্কার রাখা ও মশক নিধনে ওষুধ প্রয়োগ এবং ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ ও মাইকিং করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।