মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ১ হাজার দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।। করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে এসব ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
শুক্রবার সকালের দিকে আমঝুপি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রকৃত কর্মহীন মানুষের মাঝে এ সকল ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনার প্রভাবে গত ২৬ মার্চ থেকে দেশে ছুটি ঘোষণার পাশাপাশি সকল প্রকার গণপরিবহন বন্ধ এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হতে নির্দেশনা জারি করে সরকার। এ অবস্থায় কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপনকারীদের সহায়তায় সরকার সাধারণ ত্রাণ, ও এম এস’এর মাধ্যমে খাদ্য সহায়তা দিচ্ছে।
এসময় মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন।