মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস দায়সারা ভাবে পালন করেছে জেলা সমাজসেবা অধিদপ্তর। অন্যান্য বছরের মতো এ বছর দিবসটি জাঁকজমকভাবে না পালিত হয়ে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে জেলা প্রশাসন চত্বরে একটি সংক্ষিপ্ত র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সিরাজুম মনির, ওমর ফারুক ও এনামুল হক প্রমুখ।
পরে জেলা প্রতিবন্ধী বিষয়ক কার্যালয়ের পক্ষ থেকে মাত্র ছয়জনকে স্মার্ট হোয়াইট ক্যান প্রদান করা হয়। তবে দিবসটি উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের কোনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।