মেহেরপুর নিউজ,২৬ এপ্রিল:
মেহেরপুর কাথুলী সড়কের ধানসিঁড়ি হোটেলে নোংরা পরিবেশ খাবার তৈরি এবং সাগর ষ্টোরে মেয়াদউত্তির্ণ খাবার রাখার অপরাধে দু’ব্যবসায়ীর নিকট থেকে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কশিনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর এ আলম এবং রামানন্দ পাল ভ্রাম্যামান আদালত পরিচালনা করে তাদের কাছে থেকে এ জরিমানা আদায় করেণ।
ভ্রাম্যমান আদালতের বিচারকরা জানান, হোটেলে নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারায় ধানসিঁড়ি হোটেল মালিককে ৩ হাজার এবং মেয়াদউত্তির্ণ খাবার রাখার অপরাধে একই আইনের ৫১ ধারায় সাগর ষ্টোরের মালিককে ৩ হাজার জরিমানা করা হয়।